দিল্লী পুলিশের কনস্টেবল 5846 হাজার শূন্যপদ :
স্টাফ সিলেকশন কমিশন-এর নতুন চাকরির খবর প্রকাশ পেল। দিল্লী পুলিশের কনস্টেবল পদে 5846 হাজার শূন্য পদে গোটা দেশের চাকরী প্রার্থীরা (পুরুষ ও মহিলা) আবেদন করতে পারবেন। স্টাফ সিলেকশন কমিশন-এর ঘোষণা অনুযায়ী 1লা আগষ্ট থেকে 7ই আগষ্ট পর্যন্ত https://ssc.nic.in এবং http://delhipolice.nic.in/ ওয়েবসাইটে গিয়ে অনলাইনে আবেদন করতে পারবেন।
দিল্লী কনস্টেবল পুলিশ 2020-21 লক্ষণীয় বিষয়সমূহ :
Jobs Highlights | |
শূন্য পদের নাম | দিল্লী কনস্টেবল পুলিশ (পুরুষ ও মহিলা উভয়েই আবেদনযোগ্য) |
অর্গানাইজেশন নাম | স্টাফ সিলেকশন কমিশন |
অর্গানাইজেশনের প্রকার | কেন্দ্রীয় সরকার |
আবেদনের স্থান | ভারত |
বেতন | 21700- 69100 |
আবেদনের করার ওয়েবসাইট | https://ssc.nic.in ও http://delhipolice.nic.in/ |
যোগ্যতা | |
সর্বনিম্ন শিক্ষাগত যোগ্যতা | দ্বাদশ শ্রেণী উত্তীর্ণ হলেই আবেদন যোগ্য |
অন্যান্য যোগ্যতা |
পুরুষ চাকরী প্রার্থীরা মোটর সাইকেল অথবা চারচাকা বিশিষ্ট যানবাহন চালানো লাইসেন্স থাকতে হবে। কোন রকম Learner গ্রহণযোগ্য নহে। |
দিল্লী কনস্টেবল পুলিশ 2020-21 বিষদে জানতে এখানে ক্লিক করুন